Posts

Showing posts from November, 2022

জুুমুআর দিনের আমল এবং ফজিলত SAIFUL ISLAM OFFICIAL

Image
জুমুআর দিনের আমল এবং ফজিলত সপ্তাহের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ দিন জুমুয়ার দিন। মানুষ এ দিনে আল্লাহ তা'য়ালার কাছে সবচেয়ে বেশি নিয়ামত লাভ করেছে। এদিনে সৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ কারণে শুক্রবার ফজিলতপূর্ণ। তাই বান্দার শুক্রবারের সালাত,দোয়া,আমল, ইত্যাদি আল্লাহর কাছে অনেক মূল্যবান। আল্লাহ তা'য়ালা ইচ্ছা করলেন,তার বান্দারা সপ্তাহে একদিন সবাই একত্রিত হোক। এবং সবাই মিলে তাঁর ইবাদত করুক আর সে দিনটি বাচাই করলেন শুক্রবার দিনকে। কারণ এ দিনটি অনেক দিক থেকে মর্যাদাপূর্ণ-মূল্যবান। তাই কোরআনে এ দিনের সালাতের ব্যাপারে আল্লাহ তা'য়ালা ঘোষণা করেন। মুমিনগণ,জুমুয়ার দিনে যখন সালাত আদায়ের জন্য আজান দেওয়া হয়,তখন তোমরা আল্লাহ স্বরণে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ কর। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। [সূরা জুমুয়া : ৯] রাসু সাঃ এর হদীস থেকে জানা যায়,সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমুয়ার দিন শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ। এ দিনে আদম আঃ কে সৃষ্টি করা হয় এবং এ দিনই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়, আবার এ দিনে তাঁকে জান্নাত থেকে এ দুনিয়াতে পাঠানো হয়। এ দিনে কিয়ামত সংঘটিত হবে। এ দিন অধিক...

নীড়ে ফেরার সূচনা। "হেদায়েত " SAIFUL ISLAM OFFICIAL

Image
মানবতার হিদায়েতের জন্য আল্লাহ তা'য়ালা অচিরাৎ ১ লক্ষ ২৪ হাজার বা ২ লক্ষ ২৪ হাজার নবী রাসুল প্রেরণ করেছেন এ ধরণীতে। তাঁদের মধ্যে সর্বশেষ হযরত মোহাম্মদ সাঃ। তিনি সাম্যের বাণী দিয়ে মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন।যাতে করে সকল উম্মাহ হিদায়েতের শিবিরে একাকার হয়ে যায়। কেবল তারাই রাসুলের ডাকে সাড়া দিয়েছে,যারা হিদায়াতের জন্য মনোনীত হয়েছেন আল্লাহর কাছে। কারণ তাওফিক ও হিদায়েত আল্লাহ্‌র হাতে। তিনি যাকে হিদায়েত দিতে চান তাকে হিদায়েত দেন; আর যাকে পথভ্রষ্ট করতে চান তাকে পথভ্রষ্ট করেন। আল্লাহ্‌তাআলা বলেন: "এটা আল্লাহ্‌র পথনির্দেশ, তিনি তা দ্বারা যাকে ইচ্ছা হিদায়াত করেন। আল্লাহ্‌যাকে বিভ্রান্ত করেন তার কোন হিদায়াতকারী নেই।"[সূরা যুমার, ৩৯:২৩] তিনি আরও বলেন: "আল্লাহ্‌যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে রাখেন।"[সূরা আনআম, ৬:৩৯] তিনি আরও বলেন: "আল্লাহ্‌যাকে পথ দেখান সে-ই পথ পায় এবং যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তারাই ক্ষতিগ্রস্ত।"[সূরা আল-আরাফ, ৭:১৭৮] হিদায়েত শব্দটা ছোট কিন্তু এর ব্যাখ্যা-বিশ্লেষণ বহুবিস্তৃত।হিদায়েত যে কেউ পাওয়ার যোগ্য না, কারণ আল্লাহ...

SAIFUL ISLAM OFFICIAL .biography

Image
SAIFUL ISLAM is a famous Motivational speaker in Bangladesh. He is also the Graphics designer of the country's . _________________________________________________________ SAIFUL ISLAM has a personal Youtube channel with over 10k subscribers.where he regularly uploads Video Name: SAIFUL ISLAM Education College: Jamia islamia darul uloum madania jatrabari madrasha High School: Jamia majidia darul uloum qowmi madrsha Personal Details Birth Date : January 1, 2002 Nickname : SHAKIB Birth City : Noakhali Current City : Bangladesh Hometown : Kabirhat,Noakhali,Bangladesh. Height : 5.8 Gender : Male