জুুমুআর দিনের আমল এবং ফজিলত SAIFUL ISLAM OFFICIAL
জুমুআর দিনের আমল এবং ফজিলত সপ্তাহের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ দিন জুমুয়ার দিন। মানুষ এ দিনে আল্লাহ তা'য়ালার কাছে সবচেয়ে বেশি নিয়ামত লাভ করেছে। এদিনে সৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ কারণে শুক্রবার ফজিলতপূর্ণ। তাই বান্দার শুক্রবারের সালাত,দোয়া,আমল, ইত্যাদি আল্লাহর কাছে অনেক মূল্যবান। আল্লাহ তা'য়ালা ইচ্ছা করলেন,তার বান্দারা সপ্তাহে একদিন সবাই একত্রিত হোক। এবং সবাই মিলে তাঁর ইবাদত করুক আর সে দিনটি বাচাই করলেন শুক্রবার দিনকে। কারণ এ দিনটি অনেক দিক থেকে মর্যাদাপূর্ণ-মূল্যবান। তাই কোরআনে এ দিনের সালাতের ব্যাপারে আল্লাহ তা'য়ালা ঘোষণা করেন। মুমিনগণ,জুমুয়ার দিনে যখন সালাত আদায়ের জন্য আজান দেওয়া হয়,তখন তোমরা আল্লাহ স্বরণে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ কর। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। [সূরা জুমুয়া : ৯] রাসু সাঃ এর হদীস থেকে জানা যায়,সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমুয়ার দিন শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ। এ দিনে আদম আঃ কে সৃষ্টি করা হয় এবং এ দিনই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়, আবার এ দিনে তাঁকে জান্নাত থেকে এ দুনিয়াতে পাঠানো হয়। এ দিনে কিয়ামত সংঘটিত হবে। এ দিন অধিক...