ফজরের নামাজ মানে আত্মা ও দেহের শান্তি! প্রতিদিনের ন্যায় আজও ফজরের নামাজ পড়ে, বাসা থেকে বাহিরে বের হলাম। সকালের ঠান্ডা-হিমেইল বাতাস দেহ এবং মনকে ছুয়ে গেলো,এ যেন অনন্য এক তৃপ্তি। ভোরের পাখিদের কিচির-মিচির শব্দ, গাছের পাতা ও ঘাস থেকে শিশির বিন্দু ঝড়ে পড়া অদ্ভুত এক প্রাকৃতিক দৃশ্যের মেলা বসেছে। ঠিক বলতে পারেন, ঢাকা শহরে এত গাছ ও ঘাস কোত্থেকে এলো? আসল কথা হচ্ছে আমাদের বাসা এবং মাদরাসার পাশে একটা সরকারি কোয়াটার আছে । যেখানে সরকারি চাকুরীজীবিরা থাকেন, মনে হয় যেন পুরো কোয়াটারটা একটা গ্রাম। তাই লেখার মধ্যে গ্রামীণ পরিবেশ তুলে দরলাম। আচ্ছা যাই হোক! এভাবে চলতে চলতে আনমনে ভাবতে লাগলাম। এখন যদি আমার পড়াকৃত বইয়ের বাকী অংশটুকু পড়লে বইটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই আর দেরী না করেই বইয়ের PDF File ওপেন করে নিলাম। আর সার্চ অপশনে ক্লিক করেই, বইয়ের পেইজ নম্বর দিয়ে সার্চ করলাম। সাথে সাথে চলে আসলো আমার কাঙ্ক্ষিত পড়া। পাড়া শুরু করে দিলাম। কেন নারীরা পুরুষদের তুলনায় অধিকহারে জাহান্নামে যাবে? হাদীসে এ সম্পর্কে এসেছে: আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল...