Love at frist side Adiba Sultana ❤️

 

Love at frist side Adiba Sultana ❤️

কষ্ট তাে তখন হয়,

যখন কেউ অনেকটা কাছে এসে,

আবার দূরে চলে যায়


ভালোবাসি আদিবা

“সম্পর্ক চলাকালীন নয়,

সম্পর্ক ভাঙার পর বুঝবে,

কাকে কার কতটা প্রয়ােজন ছিল


“ঝরে যাওয়া পাতা জানে।

স্মৃতি নিয়ে বাঁচার মানে।

হয়তাে আমি ঝরে যাবাে

সময়ের তালে তােমার মনে।

আদিবা তুমি আমার attraction নয় তুমি আমার Love

“ attraction হলো মােমবাতি যা

কিছুক্ষণ পর নিভে যায়।

আর Love হল সূর্য যা

কখনাে নেভে না।”

“প্রেম,

শব্দটি ছােট হলেও,

এটি একটি মানুষকে

নিঃশেষ করার ক্ষমতা রাখে।

 

“ম্যাচুরিটি

বয়সের সাথে আসেনা,

আসে জীবনের কঠিন

বাস্তব অভিজ্ঞতা থেকে।”


Sorry  Adiba 

“চিৎকার করে কখনও নিজেকে

নির্দোষ প্রমাণ করা যায়না!

মাঝে মাঝে চুপ থাকতে হয় 


“কেউ ভুলে যায় না!

প্রয়ােজন শেষ…

তাই আর যােগাযােগ রাখে না!”


কষ্টের কথা 

“যে ধোঁকা দেয়,

সে চালাক হতে পারে!

তবে যে ধোঁকা খায়,

সে বােকা নয়, সে বিশ্বাসী!


“যদি চলেই যাবে!

বিধ্বস্থ কাউকে স্বপ্ন

দেখানাের কি প্রয়ােজন ছিল?”



“যখন নিজের অজান্তে কাউকে

কষ্ট দিয়ে ফেলি,

তখন নিজেকে বড়ো

অপরাধী মনে হয়!

আর কেউ যখন আমাকে

কষ্ট দেয়,

তখন মনে হয়,

এটাই আমার পাওনা ছিল!

I meen Love Adiba


“মাঝে মাঝে সম্পর্ক এমন

হয়ে যায়,

যাতে দূরে গেলেও কষ্ট হয়।

আর পাশে থাকলেও কষ্ট হয়।”


“কোনাে বিষয়ে আঘাত পেলে

এখন আর কষ্ট পাই না।

কারণ কষ্ট পাওয়াটা এখন

আমার অভ্যাস হয়ে গেছে!


“বুঝতে পারছিনা ঠকায় কে

মানুষ না ভাগ্য?”


“হয়তাে ভুল করে তােকে

চেয়ে ছিলাম।

আমি জানতাম না।

তুই অনেকটা দামি।”

তবুও হাজার বার ভালোবাসে যাবো আদিবা তোমায়।

আদিবা তোমার রাগ___

“যাদের রাগ বেশি,

তারা রাগের মাথায় অনেক

কিছু বলে দেয়…

কিন্তু রাগ কমে গেলে তারাই

আবার সবচেয়ে বেশি ভালোবাসে!”

তাই এত ভালোবাসি তোমায় আদিবা।


“এমন কাউকে ভালােবেসাে না।

যার কাছে প্রয়ােজন ছাড়া,

তােমার আর কোনাে মূল্য নেই!

তাকেই ভালােবাসাে যে

প্রয়ােজনে অপ্রয়ােজনে তােমার

প্রয়ােজন অনুভব করবে!”


সব শেষে বলি এই পাগল তোমাকে অনেক ভালোবাসে যা ভাষায় করা যাই না।

 মোঃ সাইফুল ইসলাম 

#saifulbd2

Comments

Popular posts from this blog

উত্তর লামছি মানব কল্যাণ যুব সংগঠন এর যুবসমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার নিয়ে এক সভা। ব্যানার

SAIFUL ISLAM OFFICIAL .biography