Posts

Showing posts from August, 2022
'দেবর-ভাবী' শব্দের চরম অশ্লীলতা। ভাবীর অর্থ খুঁজতে গিয়ে এটা পাইলাম! আমাদের বাংলা 'শব্দভাণ্ডার' হিন্দুদের অশ্লীল আচার-আচারনে সমৃদ্ধ সংস্কৃত ভাষার উপর নির্ভর করে গড়ে উঠেছে। আচ্ছা আপনারা কেউ কী জানেন! বরের ছোট ভাইকে মেয়েরা দেবর বলে কেন? আর দেবর শব্দের প্রচলনই বা হল কিভাবে ? দেবর তার বড় ভাইয়ের বউকে ভাবী বলে কেন? দেবর শব্দের বিশ্লেষণ : দেবর শব্দটির আসল রূপ হল: 'দেবর' শব্দের মূলরূপ 'দ্বেবর' যার অর্থ দ্বিতীয় বর। এই শব্দের উৎপত্তি হয়েছে হিন্দু ধর্মের জঘন্যতম 'সতীদাহ' প্রথা হতে। হিন্দু সমাজে যখন সতীদাহ প্রথা চালু ছিল, তখন কোন মেয়ের বর মারা গেলে তার সাথে ওই মেয়েকেও চিতায় পোড়ানো হত। কিন্তু তাদের বাঁচার একটাই উপায় ছিল, তা হল ওই মেয়ের বরের যদি কোন ছোট ভাই থাকত, আর সে যদি ওই মেয়েকে বিয়ে করার অঙ্গীকার করত এবং চিতায় অগ্নি প্রজ্বলনের আগেই তাকে চিতা থেকে নামিয়ে নিয়ে আসত, তবেই সেই মেয়ে রক্ষা পেত। আর এই কারণেই হিন্দু ধর্মের মুনি-ঋষিরা মেয়েদের জন্য বরের ছোট ভাইয়ের নামকরণ করে 'দেবর' অর্থাৎ দ্বিতীয় বর! 'ভাবী' শব্দের বিশ্লেষণ: '...